Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ আগস্ট, ২০২১ ০৮:১৬ অপরাহ্ণ

Present perfect tense

কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু উহার ফলাফল এখনো বর্তমান রয়েছে এরুপ বুঝালে verb এর present perfect tense হয়।

## বাংলা বাক্যের শেষে - য়াছি,ইয়াছে,ইয়াছেন , য়াছেন বা করেছে,ধরছে, খেয়েছে  ইত্যাদি চিহ্ন থাকলে present perfect tense হয়। 

Sub+has/have + main verb এর participle রুপ বা ৩য় লাইনের verb + ob 


## subject, third person singular number হলে has বসে এবং MV Participle বসে।

সে স্কুলে গিয়াছে - য়াছে- He has gone to school. 

সে পরীক্ষায় পাস করিয়াছে- য়াছে- He has passed the examination. 

মিতা লাল কলমটি হারিয়েছেন- ইয়াছেন- Mita has lost the red pen.

## Subject first person, second person & any plural number হলে have বসে এবং main verb এর participle রুপ বসে।


আমি তাকে ভুলে গিয়াছি- য়াছি- I have forgotten him.

তারা খেলায় জয়লাভ করিয়াছে - য়াছে- They have won the match. 

জেলারা নদীতে ইলিশ মাছ ধরিয়াছেন - য়াছেন- The fishermen have caught fish in the rivet.

আমরা গাড়িটি বিক্রি করিয়াছি- য়াছি- we have sold the car.

এভাবে অনুশীলন করলে সহজে আয়ত্বে আসবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি