Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১০ আগস্ট, ২০২১ ০২:২২ অপরাহ্ণ

Present perfect continuous tense

কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও পর্যন্ত চলিতেছে এরুপ বুঝালে Verb এর present perfect continuous tense হয়।

Subject + have been/ has been + main verb + ing + since/ for + ob 

## বাংলা বাক্যে সময় বাচক শব্দের পরে এজাতীয় শব্দ থাকবে--তে,ধরে, থেকে,যাবত। 

যেমন - আমি তোমার জন্য দুই ঘন্টা যাবত অপেক্ষা করিতেছি। 

## subject first person বা second person বা any plural number হলে + have been + main verb+ ing+ since / for+ ob (নির্দিষ্ট সময় হলে since আর অনির্দিষ্ট সময় হলে for বসে।

তাহারা তিন ঘন্টা যাবত ফুটবল খেলিতেছ. 

They have been playing football for two hours. (অনির্দিষ্ট সময়) 

তাহারা সকাল থেকে ফুটবল খেলিতেছ। 

They have been playing football since morning. (নির্দিষ্ট সময়)

গরুগুলো তিন ঘন্টা যাবত ঘাস খাইতেছে।

The cows have been eating grass for three hours. 

আমরা  ১৯৮০ সাল থেকে এই গ্রামে বাস করিতেছি

We have been living in this village  since 1980.

## Subject third person singular number+ হলে has been +main verb + ing + নির্দিষ্ট সময় বুঝালে  since এবং অনির্দিষ্ট সময় বুঝালে for বসে।

১. সে এক ঘন্টা যাবত ঘুমাইতেছে

He has been sleeping for an hour.

মলি দুই ঘন্টা ধরে টিভি দেখিতেছে

Moly has been watching Tv for two hours. 

মা সাত দিন ধরে জ্বরে ভুগিতেছে 

Mother has been suffering from fever for seven days. 

 সে সকাল দশ থেকে বই পড়িতেছে 

He has been reading book since 10 am.


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি