Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১০ আগস্ট, ২০২১ ০৪:৩৮ অপরাহ্ণ

Past indefinite tense

Past indefinite tense :   অতীত কালে কোন কাজ শেষ হয়েছে এরুপ বুঝালে verb এর past indefinite tense হয়।

# বাংলা বাক্যের শেষে - ল,ম,ত,ন ইত্যাদি রুপ থাকে। সকল কর্তার সাথে verb এর past form বসে।

##Subject + verb এর past form( ২য় লাইনের verb) + ob বসে।

১.সে একটা ছবি আঁকল-ল-

He drew a picture. 

2.তারা গ্রামে গিয়েছিল- ল

They went to the village. 

3.মিলি একটা কেক প্রস্তুত করল -ল 

Mily made a cake.

4.আমরা তাকে ক্ষমা করে দিলাম- ম 

we forgave him. 

5.সে পুকুরে মাছ ধরত -ত 

He Caught fish in the pond.

## Negative sentence করতে হলে সকল কর্তার পরে did not বসাবে তবে এ ক্ষেত্রে main verb এর present form বসাতে হবে।

1সে গতকাল স্কুলে যায় নাই।

He did not go to school yesterday. 

2.আমি মিথ্যা বলিনি. I

I did not tell a lie.

3.মিতা আমাকে সাহায্য করেনি.

Mita did not help me.

4.তারা গাছটি কাটে নাই.

They did not cut the tree.

5.সে কথা রাখেনি.

He did not keep his word.

##Interrogative sentence করতে হলে বাক্যের শুরুতে did বসাতে হবে এবং verb এর present form বসবে।

১.তুমি কি খাবার খেয়েছিলে?  

Did you eat food ? 

2.সে কি ঢাকা গিয়েছিল? 

Did he go to Dhaka? 

তারা কি খেলায় জিতেছিল? 

Did they win the match? 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি