Loading..

নেতৃত্বের গল্প

১২ আগস্ট, ২০২১ ০২:৪৯ পূর্বাহ্ণ

SDG4 বাস্তবায়নে আমার মাদ্রাসা

SDG4 অর্জনের লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ৪১ বাস্তবায়নের চট্টগ্রাম জেলাস্থ আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসায় চলমান কিছু পদক্ষেপের কিয়দংশ অংশ আপনাদের সাথে শেয়ার করছি।

  1. শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনে সকল শিক্ষককে আইসিটিসহ বিভিন্ন প্রশিক্ষণের দেয়ার ব্যবস্থা করেছি।
  2. প্রতি মাসে ইন হাউজ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার বিনিময় ও চর্চা করা।
  3. প্রতিষ্ঠানের সকল শিক্ষক "শিক্ষক বাতায়ন" ও  "মুক্তপাঠ" সদস্য করেছি।
  4. mmc তে নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাসের প্রতিবেদন দাখিল করা।
  5. মাদ্রসার প্রতিটি শ্রেণি কক্ষ, শিক্ষক মিলনায়তন, প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত করা। যাতেকরে অফিসিয়াল কাজে প্রতিষ্ঠানের বাহির থাকলেও GDMSS App এর মাধ্যমে যেকোন মূহূর্তে প্রতিষ্ঠানের সবকিছু প্রযুক্তির মাধ্যমে তদারকি করতে পারি।
  6. ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর সময়মত উপস্থিতি ও বাহির হওয়ার সময় রেকর্ডের ব্যবস্থা করেছি।

আমি জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আইসিটি, শিক্ষক বাতায়ন, এমএমসি, মুক্তপাঠসহ বিভিন্ন বিয়য়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। যার ফলশ্রুতিতে আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আমাকে ভিডিও করে প্রশংসা করেন।

আর উপরোক্ত কর্মকান্ড সহ আরো বিভিন্ন উন্নয়নমুলক পদক্ষেপের কারণে ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে অত্র মাদ্রাসা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সুনাম অর্জন সহ ২০১৬, ২০১৮, ২০১৯ ইং জাতীয় শিক্ষা সপ্তাহে আমাকে আনোয়ারা উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি প্রদান করেন এবং অত্র মাদ্রাসাকে ২০১৬,২০১৭,২০১৯ ইং সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আনোয়ারা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়।

আমার এই পদক্ষেপ যদি কাহারো উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করবো।

যারা আমার এই ডকুমেন্টারি দেখছেন এবং রেটিং দিয়ে আমাকে ধন্য করছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।