Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ আগস্ট, ২০২১ ০৩:৫৩ অপরাহ্ণ

Past continuous tense

অতীত কালে কোন কাজ হইতেছিল বা চলিতেছিল বা হচ্ছিল এইরূপ বুঝালে verb এর past continuous tense হয়।

বাংলা বাক্যের শেষে তেছিল,তেছিলাম, ইতেছিল,ইতেছিলাম ইত্যাদি চিহ্ন থাকে।

## Sub+was/ were + main verb +ing+ob 

## Subject + first person singular & third person singular number হলে was +বসে এবং main  verb এর শেষে+ ing যোগ করতে হয়+ob

1.আমি অংক করিতেছিলাম- তেছিলাম

I was doing the sum. 

2.সে নাটক দেখিতেছিল -তেছিল

He was watching drama. 

3.রিনা উঠানে নাচিতেছিল-তেছিল

Rina was dancing in the yard.

4.বাবা ধান কাটিতেছিল -তেছিল

Father was cutting paddy in the field. 

5.সে ঘর পরিস্কার করিতেছিল-তেছিল

He was cleaning house. 

## subject +first person plural, second person singular, plural & third person plural number হলে were + main verb +ing + ob 

1.আমরা আম পাড়িতেছিলাম- তেছিলাম 

we were plucking mango.

2.তাহারা  রোদে দৌঁঁড়ায়তেছিল- তেছিল

They were running in the sun.

3.তুমি গোলমাল করিতেছিলে- তেছিলে

You were making a noise. 

4.তোমরা মাঠে ফুটবল খেলিতেছিলে -তেছিলে

You were playing football in the field.

5.বালকেরা গান করিতেছিল- তেছিল

The boys were singing. 

## Negative form গঠন করতে হলে was/ were এর পর not বসাতে হবে সব আগের মত থাকবে।

1.তিনি আমাদেরকে ইংরেজি পড়াইতেছিলেন না

He was not teaching us. 

সে সত্য কথা বলিতেছিল না

He was not speaking the truth. 

তাহারা নদীতে মাছ ধরিতেছিল না

They were not catching fish in the river.

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি