Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ আগস্ট, ২০২১ ০৯:৪০ অপরাহ্ণ

প্রাকৃতিক উপায়ে খর পানি সনাক্তকরণ

প্রাকৃতিক উপায়ে খর পানি সনাক্তকরণ

প্রয়োজনীয় উপকরণঃ

    বিভিন্ন উৎসের পানি, ৩ টি কাচের গ্লাস, পেয়ারা পাতা বা কাঁচাকলা।

কাজের ধারাঃ
    ১। গ্লাস ৩ টিতে নমুনা-১, নমুনা-২ ও নমুনা-৩ লেবেল লাগিয়ে নিতে হবে।

    ২। ৩ টি ভিন্ন উৎসের পানি আলাদাভাএ গ্লাস ৩টিতে ঢালতে হবে।

    ৩। কিছু পরিমাণ পেঁয়ারা পাতা হাতের তালুতে থেতলে গ্লাস ৩টিতে সমভাবে দিতে হবে। পেঁয়ারা পাতার পরিবর্তে কাঁচাকলার কুচি ব্যবহার            করা যেতে পারে।

    ৪। পানির খরতার মাত্রা অনুযায়ী গ্লাসের পানি বেগুনী বা কাল রঙ ধারণ করবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি