Loading..

উদ্ভাবনের গল্প

১৬ আগস্ট, ২০২১ ০১:৩৩ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্প ০১ (Updated) _করোনাকালিন শিখন-শেখানো কার্যক্রম_মোঃ আবু আব্দুর রহমান সিদ্দিকী





কোভিড ১৯, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে (কঠোর লক ডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন ইত্যাদির প্রেক্ষিতে) ২০২০ সালের ১৭ মার্চ থেকে সমগ্র বাংলাদেশে শিখন-শেখানো কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। যখন শিক্ষা ব্যবস্থার নাজেহাল অবস্থা তখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে, মাউশি’র আদেশ মতে শিক্ষা সেক্টরের কর্তা ব্যক্তিরা শিক্ষার্থীদের শিখন কার্যক্রম গতিশীল করণের লক্ষ্যে শিক্ষকদের জন্য অনলাইন বা  ভার্চুয়াল (জুম) মিটিং এর ব্যবস্থা করেন ও অনলাইন ক্লাসের জন্য জোর তাগিদ দেন।  

তাই শিক্ষার্থীদের কিছুটা চাহিদা পূরণের  লক্ষ্যে অনলাইন ক্লাসের পাশাপাশি ব্যতিক্রমধর্মী শিখন শেখানো কার্যক্রম অবলম্বন করা হয়। তাতে শিক্ষার্থীরা সানন্দেই অংশগ্রহন করে বেশ উপকৃত হয়েছেপাশাপাশি  সেরা পারফর্মারদের  স্বীকৃতিস্বরূপ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এতে তারা খুবই আগ্রহী হয়ে ঊঠে।

আমি ব্যক্তিগতভাবে মনে করি সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ ব্যবস্থা চালু করলে শিক্ষার্থীদের শিখন-শেখানো আরো টেকসই হবে ইনশাল্লাহ।