Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৭ আগস্ট, ২০২১ ০৭:৫৩ অপরাহ্ণ

Past perfect tense

## অতীত কালে দুইটি কাজ পর পর সংঘটিত হয়েছিল এরুপ বুঝালে verb এর past perfect tense হয়। 

বাংলা বাক্যে  ' পূর্বে বা পরে ' এইরুপ শব্দ থাকবে। যে কাজটি প্রথমে সংঘটিত হয়েছিল বুঝায় উহা past perfect tense এ করতে হয়।এবং যে কাজটি পরে সংঘটিত হয়েছিল বুঝায় উহা past indefinite tense এ করতে হয়।

এখানে মনে রাখতে হবে যে before এর পূর্বে had বসে এবং after এর পরে had বসে।

## Sub+ had+ MV  past  participle রুপ বসে+ before +sub + verb এর past form বসে।

তুমি আসার পূর্বে আমি ভাত খাইলাম- 

উক্ত বাক্যে দুইটি কার্য সম্পন্ন হয়েছে-

প্রথম --আমি ভাত খাইলাম,

দ্বিতীয় -- তুমি আসলে (আগমন) 

পদত্ত সুত্র মতে,

(Before এর পূর্বে  past perfect tense এবং After এর past perfect tense হয়) 

I had eaten rice before you came.

সে আসার পূর্বে আমরা মাঠি গিয়েছিলাম 

We had gone to the field before he came.

বাবা আসার পূর্বে আমি বাড়ি পৌঁঁছলাম 

I had reached home before father came.

শিক্ষক ক্লাসে প্রবেশ করার পর ছাত্ররা উঠে দাঁড়াল 

The students stood up after the teacher had entered the class. 

ডাক্তার আসার পর রোগী মারা গেল

The patient died after the doctor had come.

তারা খেলায় জয় লাভ করার পর পুরস্কার পেল।

They got Prize after they had won the match.

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি