Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ আগস্ট, ২০২১ ১২:১১ পূর্বাহ্ণ

ইউনিক আইডি (UID)

✅ইউনিক আইডি (UID)

??ভোটার আইডি কার্ড (স্মার্ট কার্ড) এর মত শিক্ষা মন্ত্রণালয় থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল ?‍?শিক্ষার্থীদের  ইউনিক আইডি ?কার্ড দেওয়া হবে, 

ছাত্রীদেরকে অবশ্যই বাধ্যতামূলক এটা পূরণ করতে হবে।

✅শিক্ষার্থীদের ডাটাবেজ ও ইউনিক আইডি(UID)তৈরীর লক্ষ্যে ব্যানবেইজ কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীদের জন্য Student Profile Form, ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। 

️✅তারপরে (UID) পুরন করে স্বস্ব প্রতিষ্ঠানে জমাদিতে হবে।

?️এর জন্য কোন টাকা পয়সা লাগবে না।✅কলেজ,স্কুল ও মাদরাসায় এই ফর্ম গুলো সরবরাহ করবে এবং নিজস্ব প্রতিষ্ঠানে এই ফরম জমা দিতে হবে।

✅ এটা করা বাধ্যতামূলক। আপনি না করলেও প্রতিষ্ঠান আপনাকে ঠিকই করতে বলবে। 

?অনেকে অনলাইন জন্ম সনদ এর ব্যাপারে জানতে চেয়েছেন। আসলে অনলাইন জন্ম সনদ হচ্ছে সেটা যেটা কম্পিউটার প্রিন্টেড জন্ম সনদ। হাতে লেখা জন্ম সনদ যদি আপনার কাছে থাকে এবং সেটা যদি সার্চ দিলে না আসে তাহলে আপনাকে পুনরায় অনলাইনে জন্ম সনদ এন্ট্রি করতে হবে।

? অনেকে বলেছেন যে তার বাবা এবং মায়ের জন্ম নিবন্ধন নম্বর বা জন্ম সনদ নেই। এক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা...? না, এ ক্ষেত্রে কোন সমস্যা হবে না। না থাকলে দেয়ার কোন প্রয়োজন নেই।

? অনেকে বলেছেন যে, ভাই ক্লাস সিক্স, সেভেন, এইট এগুলোর রোল এবং রেজাল্ট আমরা কিভাবে পাব...? তো তার জন্য আপনাদেরকে নিজ নিজ স্কুলে যোগাযোগ করতে হবে।

?প্রয়োজনীয় কাগজপত্র ???⤵️

?১। এক কপি পাসপোর্ট সাইজের ছবি। (কান খোলা রেখে সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা ছবি হতে হবে।)

?২। জন্ম নিবন্ধন কার্ড। (যাদের জন্ম নিবন্ধন অনলাইনে করা নাই; তাদেরকে অনতিবিলম্বে অনলাইনে জন্ম নিবন্ধন কার্ড প্রস্তুত করে সংগ্রহে রাখতে হবে।) 

?৩। পিতা ও মাতা উভয়ের এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড। (জন্ম নিবন্ধন কার্ড না থাকলেও চলবে। তবে থাকলে ভালো হয় )

?৪।  পিতা বা  মাতার মোবাইল নম্বর।

 ?৫। জন্মতারিখ ও রক্তের গ্রুপ। (যাদের রক্তের গ্রুপ করা নাই; অনতিবিলম্বে গ্রুপ নির্ণয় করতে হবে।

?পিএসসি জেএসসি ও এসএসসি মার্কশিটের ফটোকপি

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি