Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ আগস্ট, ২০২১ ১০:২৪ পূর্বাহ্ণ

ডিএনএ ( DNA) এর জনক। জীবের বৃদ্ধি ও বংশগতি।

ডিএনএ( DNA) তত্ত্বের জনক। জীবের বৃদ্ধি ও বংশগতি।

মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান-সন্ততি পেয়েই থাকে। মাতা-পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। আর সন্তানেরা পিতা-মাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলো কে বলে বংশগত বৈশিষ্ট্য। বংশগতি সম্বন্ধে একসময় মানুষের ধারণা ছিল কাল্পনিক। পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতা-মাতার বৈশিষ্ট্য তাঁর সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়। উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেগার জোহান মেন্ডেল। বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়।

ডিএনএ- ( ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড)

আরএনএ( রাইবো নিউক্লিক এসিড)


আরো দেখুন