Loading..

উদ্ভাবনের গল্প

০৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ

ক্লাসরুম Language এর মাধ্যমে ইংরেজী ভাষার দক্ষতা অর্জন করা ।

বিবরণঃ-

ক্লাসরুম Language গুলো তালিকা করে ডিজিটাল ব্যানারে বড় করে তৈরি করে 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষে ঝুলানোর ব্যবস্থা করা

বাস্থবায়ন কৌশলঃ-

১। শিক্ষার্থীদের মাঝে ক্লাসরুম Language এর তালিকা কম্পিউটার কপি করে বিতরণ করা

২। শিক্ষার্থীদের ক্লাসরুম Language গুলো বোর্ডে লিখে অনুশীলন করানো

৩। নিয়মিত শ্রেণি পাঠের মাঝে সংক্ষিপ্ত আলোচনা, অনুশীলন বজায় রাখা।

৪। শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রতি সপ্তাহে এক বার কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার প্রদানের ব্যবস্থা করা যেতে পারে।