Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ

তুমি যদিও হাজারটা ভাল কাজ করো জগৎ তোমার প্রশংসা করবে না কিন্তু একটা ভুল কাজ করলে সমালোচনা করতে ছাড়বে না।

এদিন শিক্ষক বোর্ডে লিখে নামতা শেক্ষাচ্ছিলেন...।

লেখা শেষ করে শিক্ষক ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে দখলেন সবাই হাসছে, কারণ নামতার প্রথম লাইনটি ভুল ছিল। তারপর শিক্ষক তাদের বললেন, "আমি একটি বিশেষ উদ্দেশ্যে ইচ্ছা করেই নামতার প্রথম লাইনটা ভুল লিখেছি যাতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিতে পারি"। তোমাদের জানা উচিৎ যে জগৎ তোমাদের সাথে কেমন ব্যবহার করবে। আমি ৯টি নামতা সঠিক লিখেছি কিন্তু তোমরা কেউ আমাকে অভিনন্দন জানাওনি কিন্তু একটা ভুলের জন্য সমালোচনা করছো।


মূল শিক্ষাঃ তুমি যদিও হাজারটা ভাল কাজ করো জগৎ তোমার প্রশংসা করবে না কিন্তু একটা ভুল কাজ করলে সমালোচনা করতে ছাড়বে না।


তবুও ভাল কাজ করে যেতে হবে হতাশ হওয়া চলবে না। এটাই বাস্তবতা।

আরো দেখুন