Loading..

উদ্ভাবনের গল্প

০৪ সেপ্টেম্বর, ২০২১ ০৪:০৭ অপরাহ্ণ

“এসো ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে শিখি”

আইডিয়া


বাংলাদেশের সকল বিদ্যালয় কলেজকে বিদ্যুৎ সংযোগের আওতায় এনে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আনন্দঘন পরিবেশে স্বল্প সময়ে জ্ঞান দক্ষতা অর্জন করানো যেতে পারে। যেমন;

১। ডিসপ্লে বোর্ডের বিভিন্ন নীতিবাক্য সংযোজন করে পড়ার দক্ষতা এবং নৈতিক জ্ঞান অর্জনে ব্যবহৃত হতে পারে।

২। বিদ্যালয়ের নিয়ম-কানুন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিজেদের স্বাস্থ্য সর্ম্পকে সচেতন করা যেতে পারে।

৩। জাতীয় দিবস অন্যান্য দিবস সম্পর্কে বোর্ডে ডিসপ্লে করানো যেতে পারে।

৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ, বিখ্যাত ব্যক্তি, কবি, সাহিত্যিক বিজ্ঞানী, আবিষ্কারকদের পরিচয়, অবদান ডিসপ্লে করা যেতে পারে।

৫। সমসাময়িক বিষয়াবলি সম্পর্কেও তুলে ধরা যেতে পারে। যেমন  কোভিড-১৯ এর করণীয় কী কী?

৬। বাংলা, ইংরেজি, গণিত বিজ্ঞান বিষয়কেও তুলে ধরা যেতে পারে।


বাস্তবায়ন কৌশল -

১। থেকে ফুট দৈর্ঘ্যবিশিষ্ট ডিজিটাল ডিসপে øবোর্ড ক্রয় করে  বিদ্যালয় ভবনের নিরাপদ দর্শনীয় স্থানে স্থাপন করতে হবে।

২। ডিসপ্লেবোর্ডের জন্য নির্ধারিত বাক্য গুলো পেন ড্রাইভের মাধ্যমে সেট আপ দিয়ে বিভিন্ন রঙের লেখার মাধ্যমে প্রদর্শন করতে হবে।

৩। সমাবেশের সময় ডিসপ্লে বোর্ডের বাক্যগুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ে শুনিয়ে ব্যাখ্যা করতে হবে। কাজে শিক্ষক/শিক্ষার্থীদের কাজে লাগানো যেতে পারে।

৪। ডিসপ্লে বোর্ডের মাধ্যমে শেখানো বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এতে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি হবে।

৫। যে কোনো সময়ে বোর্ডের বাক্যগুলো পরিবর্তন, পরিবর্ধন সংয়োজন করে পেন ড্রাইভ/মেমোরী কার্ডের মাধ্যমে সেট আপ করতে হবে।

 

মোঃ এস্কেন্দার আলী

সহকারী শিক্ষক (আইসিটি)

সতীহাট কে. টি উচ্চ বিদ্যালয় কলেজ,

মান্দা, নওগাঁ।

মোবাইল-০১৭১৯-৭৯২৯৩৪