Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ

রাউটার কি? হার্ডওয়্যার ও সফটওয়্যার এর সমন্বয়ে তৈরি করা একটি ডাটা কানেকশন যন্ত্র।

Router  শব্দটি এসেছে Route  শব্দ থেকে ।  রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়ার ও সফটওয়ার এর সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি একই প্রটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে । বেটা বা  উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। ধরো  অস্ট্রেলিয়ায় অবস্থিত কোন বন্ধুকে ইমেইল এর মাধ্যমে কেউ একটি ছবি পাঠাতে চায়। ছবিটি কয়েকটি প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। প্রতিটি ধাপে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মত গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত তাই বিভিন্ন বেটা প্যাকেট বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে। একটি ডেটা প্যাকেট কোন একটি রাউটার এ পৌঁছালে পরবর্তী কোন পথে অগ্রসর হয়ে ডেটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে তার পথ নির্দেশ দেয় ওই রাউটার।

আরো দেখুন