Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ

সার্ভার সম্পর্কে ধারণা লাভ না করলেই নয়।

সার্ভার নাম শুনলেই বুঝতে পারছো এটা serve করে  । অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানারকম সেবা দিয়ে থাকে। একটি  নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকতে পারে।

ক্লায়েন্ট :  কেউ যদি অন্য কারো কাছ থেকে কোন ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে । কম্পিউটার নেটওয়ার্কের শব্দটির অর্থ মোটামুটি সেরকম । যেসব কম্পিউটার সার্ভার থেকে কোন ধরনের তথ্য নেই তাকে কি বলে?  যেমন মনে করো তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেইল পাঠাতে চাও। তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। নেটওয়ার্কের যে কম্পিউটারটি ইমেইল পাঠানোর কাজটুকু তোমার জন্য করে দেবে সেটা হবে সার্ভার । এ ক্ষেত্রে এ সার্ভার  হলো ইমেইল সার্ভার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি