Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ সেপ্টেম্বর, ২০২১ ০৭:১৯ অপরাহ্ণ

মণিপুরি।বাংলাদেশের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর মধ্যে মণিপুরিদের নাম উল্লেখযোগ্য।মণিপুরিদের নাচ ও শাড়ি আমাদের অনেকেরই প্রিয়।

বাংলাদেশে ৪৫টিরও অধিক ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী বাস করে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এতো বইচিত্র্যময়। মণিপুরি নৃ-জনগোষ্ঠীর লোকেরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বসবাস করে। এঁদের অনেকেই ভারতের আসাম অ মণিপুর রাজ্যে বাস করেন। মণিপুরা ২টি ভাষাগোষ্ঠীতে বিভক্ত।১-)বিষ্ণুপ্রিয়া   ২-) মৈ তৈ মণিপুরি।

মণিপুরিদের বাড়িঘর ইট,বাঁশ ও ইটের তইরি। তারা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খান।মাংস সামাজিক ভাবে নিষিদ্ধ। তাদের প্রিয় খাবার সিংজেদা।মণিপুরিরা তাঁত বুনে ও কৃষি কাজ করেন।মণিপুরি মেয়েরা লাহিং ও আহিং এবং ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরেন।এরা রথযাত্রা,দোলযাত্রা,রাসপূর্ণিমা উৎসব পালন করেন। এরা নাচ,গান,বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ করেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি