Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ সেপ্টেম্বর, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ

sociology 1st paper, (chapter-1 ), lesson: 3
img
Mansura Akter

প্রভাষক

সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিজ্ঞান। অন্যভাবে বলা যায়, সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক কর্মকান্ডের বিজ্ঞান। সমাজ যেমন ব্যাপক, তেমনি সমাজবিজ্ঞানের পরিধি ও ব্যাপক। সমাজ পরিবর্তনশীল ও গতিশীল। গোটা সমাজকে জানতেই সমাজবিজ্ঞানকে বিভিন্ন শাখা প্রশাখা ভাগ করা হয়েছে। যথা :

v  ঐতিহাসিক মতবাদ

v  সমাজতাত্ত্বিক মতবাদ 

v  পরিবারের সমাজতত্ত্ব

v  সামাজিক জনবিজ্ঞান

v  গ্রামীন নগর সমাজতত্ত্ব

v  ধর্মের সমাজতত্ত্ব

v  শিক্ষার সমাজতত্ত্ব

v  রাজনৈতিক সমাজতত্ত্ব

v  আইনের সমাজতত্ত্ব

v  সামাজিক মনোবিজ্ঞান

v  চিকিৎসা সমাজতত্ত্ব

v  শিল্প সমাজতত্ত্ব

v  সাংস্কৃতিক সমাজতত্ত্ব

v  সামাজিক পরিসংখ্যান

v  সামাজিক মন স্বীকারোক্তি

v  অপরাধ বিজ্ঞান

ঐতিহাসিক  মতবাদ:

প্রাচীন সমাজ, আধুনিক সমাজের উদ্ভব, বিকাশ এবং বর্তমান সমাজের জীবনযাত্রা সম্পর্কিত মতবাদই হচ্ছে ঐতিহাসিক মতবাদঐতিহাসিক মতবাদের সাহায্যে সমাজের অনেক সমস্যার সমাধান খুঁজে বের করা সম্ভব হয়
সমাজতাত্ত্বিক মতবাদ:
সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রত্যয়,তত্ত্ব নীতি এবং সাধারণীকরণ সম্পর্কে বিচার-বিশ্লেষণ করাই হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদএর সাহায্যে সমাজের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা লাভ করা সম্ভব হয়
সমাজবিজ্ঞানের অংশ হিসেবে পরিবারের সমাজতত্ত্ব পরিবারের উৎপত্তিবিকাশ, প্রকরন,পরিবর্তনশীল পরিবারের কার্যাবলী এবং পরিবারের সমস্যাবর্তমান গতিধারা সম্পর্কে আলোচনা করে
সামাজিক জনবিজ্ঞান:
সমাজবিজ্ঞানের অংশ হিসেবে সামাজিক জনবিজ্ঞান জনসংখ্যাতত্ত্ব জনসংখ্যার কাঠামো জনসংখ্যার বন্টন জনসংখ্যার বৃদ্ধি এবং তার সামাজিক প্রভাব ইত্যাদি বিষ পঠন-পাঠন এবং গবেষণা করে
গ্রামীণ এবং নগর সমাজতত্ত্ব:
গ্রামীণ এবং নগর সমাজতত্ত্ব সমাজবিজ্ঞানের অংশহিসেবে যথাক্রমে গ্রামীণ সমাজ এবং নগর সমাজ সম্পর্কে অধ্যয়ন করেনগরগ্রামের সমাজ কাঠামো , সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক স্তরবিন্যাস ,আচার-আচরণ,সামাজিকীকরন প্রক্রিয়া, ধর্মীয় বিশ্বাস, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি গ্রামনগরের আলোচনা করে এবং গ্রাম থেকে নগরীর উদ্ভব আলোচনা করে
ধর্মের সমাজতত্ত্ব:
গির্জা, মসজিদ, মন্দিরবিহার এক একটি সামাজিক প্রতিষ্ঠান বলে গণ্যধর্ম সম্বন্ধেসমাজ বিজ্ঞানের বিভিন্ন ধর্মের উৎপত্তিবিকাশ কার্যকলাপপরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে পাঠ করা হয়সমাজ বিজ্ঞানেরশাখা ধর্মীয় আচার-অনুষ্ঠান ,বিশ্বাস,ধর্মের সামাজিক গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করে
শিক্ষার সমাজতত্ত্ব:
সমাজবিজ্ঞান সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয় ,কলেজ,বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য এর শিক্ষা এবং শিক্ষার সাথে সামাজিক শ্রেণী সম্পর্ক এবং বিদ্যালয় সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক সম্বন্ধে পঠন পাঠনগবেষণা চালায়
রাজনৈতিক সমাজতত্ত্ব:
রাজনৈতিক সমাজতত্ত্ব বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সামাজিক পটভূমি উপযোগিতা রাজনৈতিক আদর্শসমূহের উদ্ভব এবং বিকাশ সরকার এবং রাষ্ট্রের গঠন বিকাশ কার্যাবলী সহ রাষ্ট্রের সাথে সমাজের বিভিন্ন গোষ্ঠী ,শ্রেণি তথা নাগরিকের সম্পর্ক নিরূপণের প্রয়াস পায়
আইনের সমাজতত্ত্ব:
সামাজিক নয়ন্ত্রণ প্রক্রিয়ার সমাজবদ্ধ মানুষের সামাজিক এবং আইনগত অধিকারকর্তব্য সমাজে আইনের প্রভাব কার্যকারিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে
সামাজিক মনোবিজ্ঞান:
সমাজ বিজ্ঞানের একটি অংশ হিসেবে সামাজিক মনোবিজ্ঞানের সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তির চরিত্র এবং ব্যক্তিত্ব সম্পর্কে বিচার-বিশ্লেষণ করেএটি ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়া  অর্থাকিভাবে সে সামাজিক সদস্য হিসেবে গড়ে ওঠে সে সম্পর্কে আলোচনা করে
চিকিৎসা সমাজতত্ত্ব:
সমাজ বিজ্ঞানের একটি শাখা হিসেবে চিকিৎসা সমাজতত্ত্ব রোগীর সামাজিক পটভূমি, রোগচিকিৎসা সম্পর্কে প্রচলিত বিশ্বাস, আচার, চিকিৎসা পদ্ধতির সামাজিক দিক, রোগমুক্তির পরে রোগীর সামাজিক পুনর্বাসন ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করে থাকে
শিল্প সমাজতত্ত্ব:
শ্রমিকের সামাজিক পটভূমি, শ্রমিকের সাথে মালিক, ব্যবস্থাপক তথা শিল্প-কারখানার সম্পর্ক ,ট্রেড ইউনিয়ন, শ্রমিকের সামাজিককর্মজীবন, শ্রমিক আন্দোলন এবং তার সামাজিক প্রভাব ইত্যাদি বিষয় সম্পর্কে পঠন-পাঠন এবং গবেষণা করে
সাংস্কৃতিক সমাজতত্ত্ব:
সমাজ বিজ্ঞানেরশাখা বস্তুগতঅবস্তুগত সংস্কৃতির উদ্ভবক্রমবিকাশ এবং সমাজ জীবনে এর প্রভাব সম্পর্কে বিচার-বিশ্লেষণ করেএছাড়া সারাবিশ্বের বৈচিত্র্যময় সংস্কৃতিসমূহওবিষয়ের অন্তর্ভুক্ত
সামাজিক পরিসংখ্যান:
সামাজিক পরিসংখ্যান সমাজবিজ্ঞানের অংশ হিসেবে সামাজিক প্রপঞ্চ সমূহের সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ করার পন্থাকৌশল সম্পর্কে ব্যাখ্যা দান করেযেমনঃ পরিবার, কর্মসংস্থান, জনসংখ্যাঅপরাধ ইত্যাদি
সামাজিক মনো স্বীকারোক্তি :
সামাজিকব্যক্তিগত অসঙ্গতির অভ্যন্তরীণ সম্পর্ক, অনুপোষণের কারণ ,মানসিক বিকৃতি ইত্যাদি নানাবিধ সমস্যার বাস্তব সমাধান সম্পর্কে এক্ষেত্রে পাঠ করা হয়।
অপরাধ বিজ্ঞান:
অপরাধ, অপরাধ প্রবণতা, অপরাধ সংগঠনের কারন, অপরাধের ফলে সৃষ্ট সমস্যাবলি, দারিদ্র, পরনির্ভরতা, জনসংখ্যার ঊর্ধগতি, সামাজিক দুর্নীতি, মাদকাসক্তি পতিতাবৃত্তি প্রভৃতি বিষয়ের জন্য অপরাধ বিজ্ঞান নামে সমাজবিজ্ঞানের আলাদা একটি ক্ষেত্র প্রতিষ্ঠিত হয়েছে


















 

আরো দেখুন