Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ সেপ্টেম্বর, ২০২১ ০৬:১৮ অপরাহ্ণ

"কাক"।বাংলাদেশে অনেক ধরণের পাখি রয়েছে।তার মধ্যে কাক একটি খুব পরিচিত পাখি।বাংলাদেশের সব জায়গায় কাক দেখা যায়।

বাংলাদেশ পাখির দেশ। এই দেশে ভোর হবার সাথে সাথে নানা রকমের পাখি নানান সুরে ডেকে উঠে। যেমন- দোয়েল,ময়না,টিয়া, চড়াই,ঘুঘু,শালিক,বক ,কাক ইত্যাদি।সব পাখিদের মধ্যে কাক একটি ব্যতিক্রম পাখি। দেখতে কালো। এটি কর্কশ সুরে কাকা করে ডাকে।ইহা গাছের ডালে বাস করে। এটি সারা দিন কর্মঠ থাকে। এরা সারাদিন উড়ে বেড়ায় এবং খাবার খোজে। এরা মানুষের খাবার চুরি করে।, ময়লা খাবার খায়। এরা বোকা পাখি।নিজের বাসায় কোকিলের ডিমে তা দেয়। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি