Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ সেপ্টেম্বর, ২০২১ ০৯:২৩ অপরাহ্ণ

আগে সালামকারি ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়

গ্রন্থঃ মিশকাতুল মাসাবীহ (মিশকাত)

অধ্যায়ঃ পর্ব-২৫ঃ শিষ্টাচার (كتاب الآداب)

হাদিস নম্বরঃ ৪৬৪৬


 

১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম 


৪৬৪৬-[১৯] আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলার নিকট অগ্রগণ্য সে ব্যক্তি, যে প্রথমে সালাম দেয়। (আহমাদ, তিরমিযী ও আবূ দাঊদ)


 


وَعَنْ أَبِىْ أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِنَّ أَوْلَى النَّاسِ بِاللهِ مَنْ بَدَأَ السَّلَام. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَأَبُوْ دَاوٗدَ  সহীহ : তিরমিযী ২৬৯৪, আবূ দাঊদ ৫১৯৭, আল জামি‘উস্ সগীর ৩৭৭৪, সহীহুল জামি‘ ২০১১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭০৩, শু‘আবুল ঈমান ৮৭৮৭, শারহুস্ সুন্নাহ্ ৩৩০৪, শু‘আবুল ঈমান ৮৭৮৭। 


ব্যাখ্যাঃ إِنَّ أَوْلَى النَّاسِ بِاللهِ مَنْ بَدَأَ السَّلَام এর মর্মার্থ প্রসঙ্গে ইমাম ত্বীবী বলেন, পরস্পরে সাক্ষাতকারী দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সেই আল্লাহর রহমাতের সর্বাধিক নিকটতম ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন। 

আরো দেখুন