Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১০ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ

sociology 1st paper, (chapter-1 ), lesson: 2
img
Mansura Akter

প্রভাষক

uপ্রথমত: সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠএটি সমাজকে সামগ্রিকভাবেব্যাপকভাবে অধ্যয়ন করেরাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি যে ক্ষেত্রে সমাজের এক একটা দিক সম্পর্কে গুরুত্বারোপ করে পাঠ করে, সে ক্ষেত্রে সমাজবিজ্ঞান গোটা সমাজের পূর্ণাঙ্গ বিশ্লেষণের নিশ্চয়তা দেয়মূলত সমাজের সামগ্রিক আলোচনায় সমাজ বিজ্ঞানের লক্ষ্য
uদ্বিতীয়তঃ সমাজবিজ্ঞান সমাজের গড়ন প্রকৃতিসামাজিক কাঠামো সম্পর্কে আলোচনা করেকি নিয়ে সমাজ এবং কিভাবেই বা সমাজ একটা কাঠামোগত রূপ নেয় বা গড়ে উঠে সমাজবিজ্ঞান সেটির প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখেআমাদের মনে রাখা প্রয়োজন যে, সমাজ কাঠামোর ভিত্তি হলো মানব সম্পর্কএভাবে সমাজবিজ্ঞান ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে গোষ্ঠির সম্পর্ক, সমাজ বা অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক , গোষ্ঠিসমাজ বা প্রতিষ্ঠানগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং সর্বোপরি সমাজের বিভিন্ন শ্রেণি, পেশাদার গোষ্ঠি  ,মর্যাদা গোষ্ঠি, ধর্মজাতিবর্ণ ভিত্তিক সম্প্রদায় ইত্যাদির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনাবিচার বিশ্লেষণ করে
uতৃতীয়তঃ সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কেরবিজ্ঞানভিত্তিক পাঠ বা বিশ্লেষণ।অর্থাসমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্কের ক্রিয়া-প্রতিক্রিয়া ব্যাখ্যার ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক উপায়ে বিষয়বস্তুর ব্যাখ্যা করে তথ্যনির্ভর যুক্তির ভিত্তিতে বিশ্লেষণগবেষণা করেকেননা মানুষের সামাজিক সম্পর্কগুলো বিচ্ছিন , যুক্তিহীন বা অনর্থক নয়। ঐ সম্পর্কগুলোর রয়েছে কার্যকারণ সম্পর্কসমাজবিজ্ঞান মানব আচরনেরকার্যকারণ সম্পর্কের প্রতি বিশেষ দৃষ্টি রাখে এবং যুক্তির প্রাধান্য দেয়যার ফলে সমাজবিজ্ঞান হয়ে ওঠে যুক্তিবিজ্ঞান ভিত্তিক এবং বিশ্লেষণধর্মী
uচতুর্থত: সমাজবিজ্ঞান সমাজ বিশ্লেষণে সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেসমাজের বাস্তবতা তুলে ধরতে গিয়ে সমাজের কোনটা ভালো ,কোনটা মন্দ, কি হওয়া উচিত , কি হওয়া উচিত কি হওয়া অনুচিত , কোনটা ঠিক , কোনটা ঠিক নয় ইত্যাদি প্রশ্নে সমাজবিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করেসুতরাং বলা যায় নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞানকে নিরপেক্ষ বলা যায়
uতবে বাস্তবিকপক্ষে সমাজবিজ্ঞান সর্বদাই নিরপেক্ষতা অবলম্বন করতে পারেনাসমাজ বিশ্লেষণের ক্ষেত্রে সমাজবিজ্ঞানী কতটা নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম বা সে কাজ কতটা সম্ভব তা নিয়ে বিতর্ক রয়েছেএমনকি সমাজবিজ্ঞান নিরপেক্ষ থাকবে কিনানিয়েও বিতর্ক রয়েছে আমরা উন্নয়নশীল তৃতীয় বিশ্ব এবং অবহেলিত চতুর্থ বিশ্বের প্রেক্ষাপটে দেখতে পাই যে , সমাজবিজ্ঞান সমাজ গবেষণা শেষে  ঐ সমাজের উন্নয়ন প্রক্রিয়াউন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বক্তব্য তুলে ধরছে এবং পরিকল্পিত পন্থায়  ঐ সমাজ পরিবর্তিত হতেযাচ্ছে । এ অবস্থায় সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম না হবারই কথা
uপঞ্চমত: সমাজমানব  ঐক্যের সর্বপ্রথমসর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁসমাজবিজ্ঞানকে একাধারে সামাজিক স্থিতিশীলতাসামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে মনে করেনএর অর্থ হল সমাজবিজ্ঞান একদিকে সমাজের স্থিতি অবস্থার বর্ণনাবিশ্লেষণ ,অন্যদিকে এটা আবার গতিশীলতা পরিবর্তনের বর্ণনা বা বিশ্লেষণ
uষষ্ঠত: সমাজবিজ্ঞান পরিবর্তনশীল সমাজের দিকনির্দেশনা প্রদান করে অর্থাসমাজবিজ্ঞান সমাজ পরিবর্তন এবং সমাজ পরিকল্পনার সমাজদর্শন তথা তাত্ত্বিক বিশ্লেষণ
uপরিশেষে বলা যায় সমাজবিজ্ঞান সমাজের সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণপর্যালোচনাবৈজ্ঞানিক গবেষণার স্বার্থে এটি মূল্যবোধ নিরপেক্ষ থাকতে প্রয়াস পায়

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি