Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৫১ অপরাহ্ণ

শরৎকাল ।বারো মাসএ এক বছর। বারো মাসকে ছয়টি ঋতুতে বিভাজন করা হয়। ছয়টি ঋতুর মধ্যে শরতের সৌন্দর্য আমরা কাছে খুব প্রিয়।
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ছয় ঋতুর মধ্যে শরত ঋতু ভিন্ন রূপে আবির্ভূত হয়।শিউলী ফুল, কাশ ফুল ফোটে, সাদা মেঘের ভেলা ভাসিয়ে  আসে বাংলাদেশে।ভাদ্র ও আশ্বিন এ দু'মাস মিলে হয় শরতকাল এসময়ে নতুন ধানের শিষ বাতাসে মাথা দোলায়।আকাশের রঙ হয়ে উঠে নীল। তুলোর মতো সাদা মেঘ আকাশে ভেসে বেড়ায়। নদীর ধারে কাশফুলের দোলা লাগে।বাতাসে শিউলিফুলের গন্ধ পাওয়া যায়। বর্ষার বৃষ্টি শেষে নতুন রূপে ফিরে শরতকাল। এসময়ে  ঘরে ঘরে নবান্নের উৎসব পালন করা হয়। নানাধরণের পিঠা পায়েষ তৈরি করা হয় ।হিন্দুরা দুর্গা পূজা , লক্ষ্মী পুজা কালী পুজা করে থাকে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি