Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

সাঁওতাল। বাংলাদেশে ৪৫টির অধিক ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী রয়েছে। সাঁওতাল তাদের মধ্যে অন্যতম। সাঁওতালরা দেখতে বাঙ্গালীদের মতো।

 বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ ,নাটোর, রংপুর, বগুড়া জেলায় সাঁওতালরা বাস করে। এছাড়াও সাঁওতালদের বড় একটি অংশ ভারতে বাস করে । এঁদের নিজস্ব ভাষা রয়েছে। সাওতালদের প্রধান খাবার ভাত। তারা মাছ,মাংশ অ সবজির পাশা পাশি 'নলিতা' নামে এক ধরনের খাবার খান যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয়। কৃষি তাদের প্রধান পেশা। এছাড়া মাছ ধরা, চা বাগানে কাজ করা , কুটির শিল্প সহ নানা ধরনের কাজ করে থাকে। 

সাঁওতালরা দুই খন্ড কাপড় পরেন। উপরের অংশকে বলা হয় 'পানচি' এবং নিচের অংশকে বলা হয় ' পাড়হাট' ।ছেলেরা আগে ধুতি পরতেন।বর্তমানে লুংগি, গেঞ্জি অ শার্ট পরেন। এঁরা নানা ধরনের উৎসব পালন করেন। যেমন- সোহরায়, মাঘসিম, হাড়িয়ার সিম, বসন্ত উৎসব ইত্যাদি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি