Loading..

খবর-দার

২৯ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৯ পূর্বাহ্ণ

২০২১ সালে কোভিড-১৯ এর কারণে বিদ্যালয় বন্ধকালীন উল্লেখযোগ্য কর্মকান্ড

২০২১সালে কোভিড-১৯ এর কারণে বিদ্যালয় বন্ধকালীন সময়ে চৌদ্দগ্রাম উপজেলায় যেসব কাজ করিঃ

১. নগদে উপবৃত্তির চাহিদা প্রেরণ প্রতি কিস্তিতে ১০টি বিদ্যালয়।

২. শিক্ষকের বেতনের জন্য EFT করা হয় ১৫০ জন শিক্ষকের।

৩. স্লিপ পরিকল্পনা করেছি ২০ টি বিদ্যালয়ের।

৪. শুমারী জরিপ করেছি ১১০ টি বিদ্যালয়ের।

৫. বইয়ের চাহিদা দিয়েছি ১০০টি বিদ্যালয়ের।

৬. গ্রেডেশান তালিকায় এন্ট্রি করেছি ৬০০ জন শিক্ষকের নাম।

৭. ১৩ তম গ্রেডের জন্য তালিকা প্রস্তুত করা হয় ১০৩৫ জন শিক্ষকের নাম।

৮. APA করা হয় ৩০টি বিদ্যালয়ের।

৯. অনলাইন সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয় ১০ টি বিদ্যালয়ের শিক্ষকের।

১০. ই-প্রাইমারি স্কুল সিস্টেমে তথ্য হালনাগাদ করা হয় ১০টি বিদ্যালয়ের এবং শিক্ষক তথ্য হালনাগাদ করা হয় ৯৭ জন শিক্ষকের।

১১. অনলাইনে পাঠদান করি ৯৫ টি।

১২. শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করি ১৩টি।

১৩. প্রশিক্ষণে অংশগ্রহণ করি ২টি।

১৪. করোনা ভেকসিনের জন্য তালিকা প্রস্তুত করি ১১০০ জন শিক্ষক ও দপ্তরি কাম প্রহরির।