Loading..

খবর-দার

১৮ অক্টোবর, ২০২১ ১১:০৬ পূর্বাহ্ণ

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিন যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে। সারাদেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস হিসাবে পালিত হচ্ছে। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আলোচনা অনুষ্ঠান, শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন , স্মৃতিচারণ, উপস্থিত বক্তৃতা ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে। শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর আজকের এইদিনে ঢাকা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জন্মগ্রহন করেন। শিশুকাল থেকেই শেখ রাসেল ছিল প্রখর মেধাবী, বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের । বঙ্গবন্ধু তাকে খুব ভালোবাসতেন। বেঁচে থাকলে হয়ত বাংলাদেশ বঙ্গবন্ধুর মত আরেকজন সৎ ও যোগ্য নেতা পেতো। কিন্তু ঘাতকের নির্মম গুলিতে সে পরিবারের অন্যান্যদের সাথে শাহাদাত বরণ করেন। তার ইচ্ছে ছিল সেনাবাহিনীর একজন অফিসার হওয়া। বঙ্গবন্ধুর সাথে ভ্রমণ করেছেন চীন ও জাপান। মৃত্যুর সময় একটাই আকুতি ছিল আমি মায়ের কাছে যাবোআমি হাসু আপার কাছে যাবো। তুম পরপারে ভালো থেক হে প্রিয় শেখ রাসেল। শুভ জন্মদিন