Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ অক্টোবর, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ

" কুমোড়'" সপ্তম শ্রেণী,, সন্তোষ কুমার বর্মা, সহকারী শিক্ষক, ভান্ডারদহ জনতা উচ্চ বিদ্যালয়,পাটগ্রাম, লালমনিরহাট। মোবাইল নাম্বার ০১৭৬৮৯২৬৬৫৮

"কুমোরপাড়ার গরুর গাড়ি- বোঝাই -করা কলশি-হাঁড়ি।

গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে- যে যায় ভাগ্নে মদন। 

হাট বসেছে শুক্রবারে

বকশিগঞ্জে পদ্মাপারে।

জিনিসপত্র জুটিয়ে এনে

গ্রামের মানুষ বেচে কেনে।

উচ্ছে বেগুন পটল মুলো,বেতের বোনা ধামা কুলো,

সর্ষে ছোলা ময়দা আটা,শীতের র‍্যাপার নকশাকাটা, 

ঝাঁঝরি কড়া বেড়ি হাতা,শহর থেকে সস্তা ছাতা।কলশি ভরা এখো গুড়ে

মাছি যত বেড়ায় উড়ে।

খড়ের আঁটি নৌকো বেয়ে

আনল ঘাটে চাষির মেয়ে।

অন্ধ কানাই পথের 'পরে 

গান শুনিয়ে ভিক্ষে করে।

পাড়ার ছেলে স্নানের ঘাটে 

জল ছিটিয়ে সাঁতার কাটতে

সহজ পাঠ -দ্বিতীয় ভাগ

#রবীন্দ্রনাথ ঠাকুর


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি