Loading..

ম্যাগাজিন

১৮ আগস্ট, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

ঈদের আয়োজনে এইচ, এম,মোবারক

ঈদের আয়োজনে

                               এইচ, এম,মোবারক

 

দীর্ঘ একটি বছর পরে এলো খুশির ঈদ,

সেই খুশিতে আজকে কার ও, নেইকো চোখে নিদ।

ঈদের মাত্র ন দিন বাঁকি, করতে হবে বাজার,

সেই কারনে গেলাম আমি, করতে টাকার জোগাড়।

 

টাকার জন্য করলাম কাজ, সপ্তা খানেক ধরে,

ইচ্ছে মনে ঈদের দিনে খাব মজা করে।

নরদাশ হাটে কিনলাম গরু, হারি তিন’শ তিন ,

ঈদের আর বাঁকি আছে , মাত্র দুটো দিন।

 

গরু আমার বড়ই কমা , খাওয়াই বেশি করে,

যত্নের অভাব নেইকো কারন, যেতে পারে পড়ে।

মসলা পাতি নিলাম বাঁকি, দোকানদার কে বলে,

টাকা দেব পরের ঈদে , ধান করেছি কলে।

 

সাত পাঁচ অনেক বলে, নিলাম আমি বাঁকি,

বঊ  বাচ্চা সবার-ই তো, বাড়িতে আছে, নাকি?

এ সব মিলে কেটে গেল, বাঁকি দুটো দিন,

অবশেষে আসলো সবার, প্রিয় ঈদের দিন।

এবার এলো সবাই মিলে, নামাজ পড়ার পালা,

বাড়ি ফিরে দেখলাম এসে, এ কি ভীষন জালা।

বঊটা আমার কয়না কথা ,গুমড়া করে মন,

আঁচল দিয়ে চোখের পানি ,মুছে সারাক্ষণ।

 

জিজ্ঞাসিতে ফুঁসে ঊঠে, রেগে হয় আগুণ,

মরা গরু আনছো কিনে, কি করবে এখন।

ঘটনাটি বুঝতে আমার, রইলো নাকো বাঁকি,

এই দুঃখের কথা আমি , বলেন কোথায় রাখি।

 

শুনলাম পরে গরুর আমার, চক্ষু নিছে কাকে,

গরুটা মোর মারা গেছে , পড়ে দড়ির পাকে ।

নিরুপায়ে কিনলাম একটা, কবুতরের বাচ্চা,

গত ঈদের ছিল কিছু সেমায়, চিনি, লাচ্চা।

 

কাছে ডেকে বঊকে বলি, এটায় রান্না কর,

পরের ঈদে দেখে নিব, কিনব বড় গরু।

ঈদ যা হলো ভালই হল, বলবো কি সেই কথা,

আজকে আমার বুকের ভিতর, খুশির জাগা্য় ব্যথা।

ভবিষ্যতের ঈদের বাজার, করবেন না কেঊ এমন,

আপনারা-ও পাবেন দূঃখ পেলাম আমি যেমন।

ঈদ বড় ভাই ভাগ্যের ব্যাপার, যার যা লেখা আছে,

তবুও যেন আয়োজনে, রবেন- না কেঊ পিছে।

ঃধন্যবাদঃ

 

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি