Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ অক্টোবর, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ

আচার্য স্যার জগদীশচন্দ্র বসু, উপমহাদেশের প্রথম বিজ্ঞানী।

আচার্য জগদীশচন্দ্র বসু একদিকে ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী অন্যদিকে একজন সফল জীববিজ্ঞানী। আমাদের এই উপমহাদেশে তিনি ছিলেন প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া একজন বিজ্ঞানী। জগদীশচন্দ্র বসুর পূর্বপুরুষেরা থাকতেন ঢাকা জেলার বিক্রমপুরের রাঢ়িখাল গ্রামে। তাঁর জন্ম হয় ১৮৫৮ সালের ৩০ নভেম্বর, ময়মনসিংহে । তার বাবা ভগবান চন্দ্র বসু ফরিদপুর জেলার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন । তার লেখাপড়া শুরু হয় ফরিদপুরের গ্রামীণ বিদ্যালয়ে, পরে কলকাতায় হেয়ার স্কুল এবং সেন্ট জেভিয়ার্ স্কুল ও কলেজে পড়াশোনা শেষ করেন। ১৮৮০ সালে বিএ পাস করার পর তিনি ইংল্যান্ড চলে যান এবং ১৮৮০-১৮৮৪  সালের ভেতরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানে অনার্স সহ বিএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৮৮৫ সালের মাতৃভূমিতে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা শুরু করেন  । সেই যুগে তার কলেজে গবেষণার তেমন কোনো সুযোগ ছিল না, তারপরও তিনি গবেষণার কাজ চালিয়ে যান।  দিনের বেলায় তার নানা রকম ব্যস্ততা ছিল।  তাই গবেষণার কাজ করতেন রাতের বেলায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি