Loading..

প্রকাশনা

২৬ অক্টোবর, ২০২১ ০৯:৫৭ অপরাহ্ণ

তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম

বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.) ছিলেন আদর্শের মূর্ত প্রতীক। তার গোটা জীবন ছিল উত্তম চরিত্রে সমুজ্জ্বল। রাসূল (সা.)-এর চরিত্রে সব ধরনের মহৎ গুণের প্রকাশ ঘটেছে। তাঁর চরিত্র সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। (আল কলম-)

তার পূতপবিত্র জীবন বিশ্ব মানবতার জন্য উৎকৃষ্টতম আদর্শ। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূল (সা.)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। (সূরা আল আহজাব-২১)

তিনি ছিলেন, স্নেহপরায়ণ, বিশ্বস্ত আমানতদার, সত্যবাদী ইনসাফের উত্তম মাপকাঠি। সত্য-মিথ্যার পার্থক্যকারী, ন্যায়পরায়ণ কোমল হৃদয়ের অধিকারী। চরিত্রের দিক দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য সম্মানিত ছিলেন তিনি। জাহিলিয়াতের বর্বরতা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে জাতির কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি