Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ অক্টোবর, ২০২১ ০৮:১৯ অপরাহ্ণ

পিঁপড়ে ও ঘুঘু
img
Momena Khatun

সহকারী শিক্ষক

পিঁপড়ে ও ঘুঘু

এক পিঁপড়ের পিপাসা পেল । সে এলো

নদীর পাড়ে । পানি খেতে । নদীতে ছিল

ঢেউ । পিঁপড়ে পানিতে ভেসে গেল । গাছের

ডালে ছিল একটা ঘুঘু । সে সব দেখতে পেল ।

ভাবল , পিঁপড়েটকে বাঁচাই । সে একটা পাতা

মুখে নিল । ফেলে দিল পিঁপড়েটার সামনে।

পিঁপড়ে পাতাটা দেখতে পেল । সে সাঁতরে

পাতার ওপরে উঠল ।ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে

নিল । তাঁর পর ডাঙায় এনে রাখল । পিঁপড়ে

প্রাণে বেচে গেল । ঘুঘু হলো তার বন্ধু।

 

অনেকদিন পরের কথা । এক শিকারি

এলো নদীর পাড়ে । তার হাতে ছিল

তীর ধনুক । গাছের ডালে বসে ছিলো

ঘুঘুটি । শিকারি তাঁর দিকে তীর তাক

করল । পিঁপড়েটি কাছেই ছিল । সে

বুঝতে পারল ঘুঘুর খুব বিপদ ।শিকারি

তীর ছুঁড়তে যাচ্ছিল । অমনি পিঁপড়ে দিল

তার পায়ে কামড় ।শিকারির হাত গেল

কেঁপে । তীর চলে গেল আরেক দিকে ।

ঘুঘু ফুরুত করে উড়ে গেল। বেঁচে গেল

সে ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি