Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ অক্টোবর, ২০২১ ০৩:৪২ অপরাহ্ণ

হাইপারোপিয়া

হাইপারোপিয়া কি?

হাইপারোপিয়া (Hyperopia) বা দূরদৃষ্টি আরেকটি সাধারণ দৃষ্টিত্রুটি। আমাদের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ হাইপারোপিয়াতে আক্রান্ত হয়। এটি হাইপারমেট্রোপিয়া নামে বেশি পরিচিত।

হাইপারোপিয়ার লক্ষণ

হাইপারোপিয়া আক্রান্ত ব্যাক্তি কাছের জিনিস ঝাপসা দেখে কিন্তু দূরের জিনিস ভাল দেখে। হাইপারোপিয়ার সাথে মাথা ব্যাথা, চোখে চাপ পড়া অথবা চোখ ট্যারা হয়ে যাওয়ার মত সমস্যা যুক্ত থাকে। হাইপারোপিয়ার জন্য যারা আগে থেকেই চশমা পরেন তাদের এমন সমস্যা হলে চোখ আবার দেখানো উচিত।

হাইপারোপিয়া কিভাবে হয়?

হাইপারোপিয়ার ক্ষেত্রে চোখে প্রবেশ করা আলোকরশ্মি রেটিনাতে না এসে রেটিনার পেছনে মিলিত হয়। হাইপারোপিয়া রোগীর অক্ষিগোলক স্বাভাবিকের তুলনায় আকারে ছোট হয়। জন্মগতভাবে শিশুরা হাইপারোপিক থাকে কারণ তাদের অক্ষিগোলক স্বাভাবিকের তুলনায় ছোট থাকে। বয়স বৃদ্ধির সাথে শরীরের অন্য অঙ্গগুলোর মত অক্ষিগোলকও আকারে বড় হয়, তখন চোখের পাওয়ার স্বাভাবিক হয়ে যায়। বয়স্ক লোকের কাছে দেখার সমস্যা (চালশে দৃষ্টি) এবং হাইপারোপিয়া সম্পূর্ণ আলাদা রোগ।

হাইপারোপিয়ার চিকিৎসা

হাইপারোপিয়া রোগীকে পরিষ্কার দেখার জন্য উত্তল লেন্সের চশমা বা কন্টাক্ট লেন্স পরতে হয় এবং এই পাওয়ার হয় প্লাস। হাইপারোপিয়ার মাত্রা বেশি হলে ল্যাসিক বা এফাকিয়া সার্জারি করা যেতে পারে।

আরো দেখুন