Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ নভেম্বর, ২০২১ ০৮:৩৬ পূর্বাহ্ণ

ইলেকট্রনিক যন্ত্রপাতির রোটিন মেইনট্যান্স।

সাধারনত বাসাবাড়ি অফিস অদালতে যে সকল ছোট ছোট ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহৃত হয়, যা পরিচালনার জন্য ড্রাইসেল বা ব্যাটারী ব্যবহার করতে হয়। সেই সকল ব্যাটারী কার্যক্ষমতা শেষ হয়ে গেলে ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়ার কারণে পানি উৎপন্ন করে। ফলে সেই পানি সেল এর বাহিরের অংশকে নষ্ট করে এবং ইলেকট্রনিক্স সার্কিটে মরিচার সৃষ্টি করে এবং ইলেকট্রনিক্স ডিভাইস যেমন বিভিন্ন ডিভািইস এর রিমোট, টর্সলাইট, রেডিও, ক্যালকুলেটর, মাল্টিমিটার ইত্যাদিকে অকার্যকর করে ফেলে। সুতরাং এই ডিভাইস গুলির রোটিন মাফিক পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে সেল বা ব্যাটারীগুলি পরিবর্তন করতে হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি