Loading..

খবর-দার

০৭ নভেম্বর, ২০২১ ০৩:১৭ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের হারে বাংলাদেশের কপাল খুললো

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপটা খুব হতাশায় কেটেছে বাংলাদেশের। খেলতে হয়েছে বাছাইপর্ব। সুপার টুয়েলভ পর্বে নেই কোনো জয়। তবে আশার কথা হলো, আগামী ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে না টাইগারদের। সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ।

আজ শনিবার বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের কারণেই দুয়ার খুলে গেছে বাংলাদেশের। আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ হেরে যাওয়ার পর ২৩৩ পয়েন্ট নিয়ে তারা চলে গেছে ৯ নম্বরে। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হারে বাংলাদেশের মতো পরের আসরে সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও। 

আইসিসির নিয়ম অনুযায়ী, চলতি আসরের ফাইনালের দুই দল ও ফাইনালের পরদিনের র‌্যাঙ্কিংয়ে (১৫ নভেম্বর) শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ৬ দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে। এবারের মূল পর্বের বাকি চার দল আগামী আসরে খেলবে প্রথম রাউন্ডে।

অস্ট্রেলিয়া মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে- ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।