Loading..

উদ্ভাবনের গল্প

১২ নভেম্বর, ২০২১ ০৬:৩১ অপরাহ্ণ

Blended learning

যেকোনো প্যানডেমিক সিচুয়েশনের পাশাপাশি স্বাভাবিক সময়ে সরাসরি শিক্ষা এবং অনলাইন শিক্ষায় দুটোকে একত্রিত করে সারা বিশ্বে নতুন শিক্ষা পদ্ধতির প্রচলন হিসেবে শুরু হতে যাচ্ছে ব্লেন্ডেড লার্নিং কনসেপ্ট। এটি শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য একটি খুবই নতুন এবং চমকপ্রদ আইডিয়া। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী প্রতিষ্ঠানে না গিয়েও তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ক্রমাগত চালিয়ে নেওয়ার জন্য ব্লেন্ডেড, লার্নিং এর সহযোগিতায় তাদের চাহিদা মত সুবিধা মত যে কোন বিষয় নিয়ে তারা পড়াশোনা টা কন্টিনিউ করতে পারবে। অর্থাৎ যেকোন সময় তারা শিক্ষকের সাথে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সমস্যার সমাধান করার সুযোগ পাবে। আবার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে তাদের উদ্দেশ্যে যে কোন মুহূর্তে ছেড়ে দিতে পারবে। শিক্ষার্থী তার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী সেখান থেকে দেখে নিবে। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে শিক্ষার্থী আমার ইউটিউব লিংক এর মাধ্যমে তার প্রয়োজনীয় সমস্যার সমাধান করছে। আশা করি এটা দেখে আপনারাও আপনাদের মতো করে এটাকে ব্যবহার করে আমাদের শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমি আশা করি।