Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ নভেম্বর, ২০২১ ০৫:৫০ অপরাহ্ণ

ফাতেহা ই ইয়াজ দাহম

ফাতেহা-ই-ইয়াজ দাহাম হল হজরত আব্দুল ক্বাদির জিলানী (রহ.) এর মৃত্যুবরণ দিবস। বলা হয়ে থাকে, হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি মৃত্যুবরণ করেন। হযরত আবদুল কাদির জিলানীকে দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠাতা  বলা হয়। তিনি গাউসে আজম দস্তগীর হিসেবে পরিচিত গেয়ারভী শরীফ প্রতিবছর রবিউস সানির এগারো তারিখ বা মাসিকভাবে ইসলামী ক্যালেন্ডারের প্রতি মাসের এগারো তারিখ উদ্‌যাপন করা হয়।

ইয়াজদাহম’ ফার্সি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়। এই ফাতিহা-ই-ইয়াজদাহম শরিফ আবদুল কাদের জিলানী এর স্মরণে পালিত হয়।

গেয়ারভী শরীফ
অন্য নামগেয়ারভী শরীফ

ফাতেহা ইয়াজদাহম

ফাতেহা এ দো আজদাহম 
পালনকারীমূলধারার সুন্নি ইসলামের অনুগামীরা, সুফির মতো বিভিন্ন অন্যান্য ইসলামী শ্রেণী। পশ্চিমবঙ্গে সরকারি ছুটি এবং বাংলাদেশে ঐচ্ছিক ছুটি
ধরনইসলামী
পালনহামদ, তাসবিহ, ক্বিরাত, জনসভা, না'ত (ধর্মীয় কবিতা), পরিবার ও অন্যান্য সামাজিক জমায়েত, রাস্তাঘাট এবং বাড়ির সাজসজ্জা
তারিখ১১ রবিউস সানি
সংঘটন

মাসিক এবং বার্ষিক

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি