Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ ডিসেম্বর, ২০২১ ০৭:২০ পূর্বাহ্ণ

কাবা শরিফ

কাবাকাবাঘরকাবা শরীফ (আরবিالكعبة al-Ka‘bahআ-ধ্ব-ব['kɑʕbɑ]), আরও যে নামে পরিচিত al-Kaʿbatu l-Mušarrafah (الكعبة المشرًّفة), al-Baytu l-ʿAtīq (البيت العتيق "The Primordial House"), অথবা al-Baytu l-Ḥarām (البيت الحرام "The Sacred House"), একটি বড় ঘন আকৃতির ইমারত, যা সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারাম মসজিদের মধ্যখানে অবস্থিত। প্রকৃতপক্ষে মসজিদটি কাবাকে ঘিরেই তৈরি করা হয়েছে।

কাবা
স্থানাঙ্ক২১.৪২২৫° উত্তর ৩৯.৮২৬১৮১° পূর্ব
অবস্থানসৌদি আরব মক্কাসৌদি আরব
শাখা/ঐতিহ্যইসলাম

ইসলাম ধর্ম মতে কাবা কে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে মনে করা হয়।[১] এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ যে দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে, পৃথিবীর যে স্থান থেকে কাবা যে দিকে মুসলমানগণ ঠিক সে দিকে মুখ করে নামাজ পরেন। হজ্জ এবং উমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ বা প্রদক্ষিণ করেন।[১]

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি