Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১১ ডিসেম্বর, ২০২১ ০৪:৫৮ অপরাহ্ণ

বীরপুরুষ

কল্পনার রাজকুমার।

মানুষের কল্পনার কোন শেষ নেই। কল্পনার রাজ্যে মানুষ চলে যেতে চায়। কিন্তুএই কল্পনার জগতে কেউ হারতে চায় না। দেখা যায় তারা অনেককে হারিয়ে জয়ের মালা পরতে চায়। তেমনি একটি কাল্পনিক কবিতা হচ্ছে বীরপুরুষ যেখানে অনেক ডাকাত কে হারিয়ে খোকা জয়ী । কিন্তু মূলত এত সংখ্যক পরিপুর্ণ ডাকাতের সাথে সামান্য একজন খোকা কোন ক্রমে জয়ী হতে পারে না। একজন কচি খোকাকে নিমিষে ডাকাতেরা শেষ করে দিতে পারে কিংবা ডাকাতের ভয়ে খোকা কান্নায় ভেঙ্গে পড়ার কথা। সে যাই হোক কল্পনা সে তো যা তা হতেই পারে। তবে এতো অবাস্তব কল্পনা না করাই ভাল। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি