Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ ডিসেম্বর, ২০২১ ১২:০২ পূর্বাহ্ণ

" ভালো মানুষের গুণ " শ্রেণি- তৃতীয়, বিষয়- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
ভাল মানুষের কি কি গুন থাকা উচিত?
মানুষ তার গুনাবলীর মাধ্যমে সমাজে নিজেকে আত্মপ্রকাশ করে । একজন সত্যিকারের মানুষের কি কি গুন থাকা উচিত? কি কি গুন থাকলে আমরা একজন মানুষকে ভাল মানুষ বলব? মনের মধ্যে কত-শত কথাই না উকি দিয়ে যায় । আমার মতে ভাল মানুষ হওয়ার জন্য য়ে সব গুনাবলী অবশ্যই থাকতে হবে, সেগুলো হলো:
(১) সময়ের কাজ সঠিক সময়ে, সঠিকভাবে সম্পন্ন করা ।
(২) অপরের ভাল করতে না পারলেও তার ক্ষতির চিন্তা না করা ।
(৩) মানুষ মাত্রই লোভী । কিন্তু সেই লোভকে একান্ত প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা।
(৪) অপরকে কোন সময়ই ছোট করে না দেখা । মানুষের দূর্বল জায়গায় আঘাত না করা।
(৫) নিজেকে, নিজের দেশকে ভালবাসা । যে নিজেকে ভালবাসতে পারে না সে নিজের দেশকে, দেশের মানুষকেও ভালবাসতে পারে না ।
(৬) নিজের উপর বিশ্বাস রাখা ।
(৭) সর্বদা সত্য কথা বলা । নিজ নিজ ধর্মের বিধি-বিধান গুলো মেনে চলা।
এই সব গুনাবলী যদি কারো মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা তাকে ভাল মানুষ বলতে পারি।

আরো দেখুন