Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ ডিসেম্বর, ২০২১ ০৪:২৮ অপরাহ্ণ

নয়নতারা

এ গাছে সারাবছরই ফুল ফোটে এবং ফল ধরে। ফল, যা আকৃতিতে সরিষার দানার চেয়ে সামান্য বড়। এই ফলের বীজ অথবা গাছের কলম এ দুই উপায়ই গাছ বিস্তার লাভ করে। গাছ লাগানোর পর মাঝে মাঝে খুব লম্বা ডালগুলো খানিকটা ছেঁটে দিতে হয়, নয়তো কাণ্ড কাষ্ঠল হয়ে ফুলও কমে যেতে পারে।

নয়নতারার ভেষজ গুণ সর্বজনস্বীকৃত। সম্পূর্ণ তিতা স্বাদের এ গাছটির রস ডায়াবেটিস ও কৃমির প্রকোপ কমাতে ব্যবহার হয়। গাছের ডাল, কাণ্ড সিদ্ধ করে তৈরি হয় ক্বাথ, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক। তাছাড়া মেধাবৃদ্ধিতে, লিউকোমিয়া, রক্ত প্রদরে, সন্ধিবাতসহ নানা রোগে এর ব্যবহার রয়েছে। বোলতা, মৌমাছি  প্রভৃতির হুলের জ্বালায়/কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতার রস ব্যবহারের প্রচলন আছে।

নয়নপাতার দুটি বৈজ্ঞানিক নাম আছে। তা হলো ভিনকা রোসিয়া এবং ক্যাথারানথাস রোসিয়া।

আরো দেখুন