Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ ডিসেম্বর, ২০২১ ০৬:৩৬ অপরাহ্ণ

ভাষাশহিদদের কথা

বাংলা ভাষার ব্যবহার হোক সর্বত্র!

আজ একত্রিশে ডিসেম্বর। শেষ হচ্ছে খ্রিস্ট্রিয় বছর ২০২১। এর ই সাথে সাথে শেষ হচ্ছে বাংলাদেশের প্রায় সকল শিক্ষা বর্ষ। শুধু তা নয় বরং আমাদের দেশের নানা রকম হিসাব নিকাশ। আমরা আগামিকাল থেকে শুরু করতে যাচ্ছি একটি নতুন বছর। আরও কত কী! অথচ এই দেশে শুধু বাংলা ভাষার জন্য জীবন দিতে হয়েছে অনেককে। তবুও আমরা আজ পর্যন্ত এতটা বেখেয়াল যে আমাদের কাজকর্ম আজও বাংলা বছর দিয়ে শুরু কিংবা শেষ হচ্ছে না। আসলে আমরা বাংলা ভাষাকে আজ পর্যন্ত মুল্যায়ন করতে শিখি নাই কিংবা মুল্যায়ন করা হচ্ছে না। ভাষার মর্যাদা দিতে হলে আমাদের যাবতীয় কাজে বাংলা দিন ,তারিখ, মাস, বছর ইত্যাদি চালু করা উচিৎ । আমাদের শপথ হোক বাংলা হবে আমাদের শিক্ষা বর্ষ থেকে শুরু করে সকল ক্ষেত্রে ব্যবহার্য ভাষা। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি