Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ ডিসেম্বর, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের ইউনিক আইডির নির্দেশিকা
  • "শিক্ষার উৎকর্ষ সাধনে শিক্ষক" শ্লোগানকে সামনে রেখে সভ্যতার পরিচালক শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট ভিত্তিক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন' https://www.teachers.gov.bd এর শুভ উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১৬ মে, বৃহস্পতিবার, ২০১৩ ইং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে। 
  • সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ বাস্তবায়নে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষায় উৎকর্ষ সাধনের একটি উদ্যোগ হলো শিক্ষক বাতায়ন। মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য শিক্ষকের তৈরি ডিজিটাল কনটেন্ট অনলাইনে আদান-প্রদান, বিষয়ভিত্তিক কনটেন্ট সংরক্ষরণের একটি প্লাটফর্ম হল "শিক্ষক বাতায়ন"। ‘শিক্ষক বাতায়ন একটি আধুনিক প্লাটফর্ম হিসেবে শ্রেণিকক্ষে শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এর নাম বাতায়ন হলেও এটি আসলে শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।’ শিক্ষক বাতায়নের মাধ্যমে সেরা শিক্ষক নির্বাচন করে সেরা শিক্ষকদের উৎসাহিত করতে নির্বাচিত সেরা শিক্ষকদের স্বীকৃতি, পুরস্কার ও প্রণোদনা প্রদান করা হয়। তথ্যপ্রযুক্তি শিক্ষা নয় বরং শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার এ মূল মন্ত্র ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল এবং ইউএনডিপি ও ইউএসএইডের অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে ওয়েবসাইটটি চালু হয়।
  •  
  • সারা দেশে ২৫০০০ স্কুলে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ইন্টারনেট সংযোগ সহ শিক্ষকদের কনটেন্ট তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়। শিক্ষকরা তাদের তৈরি এসব কনটেন্ট পুর্বে  http://ictinedubd.ning.com ব্লগে আপলোড করতেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের অভিজ্ঞতায় এই ব্লগ সাইটের নানা ধরনের সীমাবদ্ধতা এবং বিদেশী সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় সম্পূর্ণ দেশীয় প্রেক্ষাপটে আধুনিক ফিচার সম্বলিত বিগত অক্টোবর ২০১৯ হতে "শিক্ষক বাতায়ন" নতুন রুপে যাত্রা শুরু করেছে। শিক্ষক বাতায়নে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের উন্নতমানের ডিজিটাল কনটেন্ট রয়েছে। প্রেজেন্টেশন, ভিডিও, অডিও, ছবি, এ্যানিমেশন আকারে এসব কনটেন্ট পাওয়া যায়। সব ধরনের ব্যবহারকারী যাতে যেকোনো জায়গা থেকে যেকোনো সময়ে কনটেন্ট ব্যবহার করতে পারেন তাই প্রায় ১২ হাজার কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করে "শিক্ষক বাতায়ন" । ১৬ মে ২০১৮ ইং পর্যন্ত এই ওয়েব পোর্টালে ব্লগের সংখ্যা ৮৯৭৬৯টি, কন্টেন্ট ১৪১,৪১৬ টি, মডেল কন্টেন্ট ৯৪৩টি, সদস্য ৩২০,৭০৪ জন ছিল। সেই সংখ্যা বর্তমানে ব্লগের সংখ্যা ১,৫১৯২৭টি , কন্টেন্ট্‌ ৩,৮৩০৩৬ টি, মডেল কন্টেন্ট ৯৫৩টি, চিত্র ৯৯২০৬টি, সদস্য ৫,১৯০৫১ জন। শিক্ষকদের মোটিভেশন এবং রিকগনিশনের জন্য বাতায়ন চারটি ক্যাটাগরিতে (সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক,সেরা অনলাইন পারফর্মার এবং সেরা নেতৃত্ব শিক্ষক নির্বাচন করছে। শিক্ষক বাতায়নে সংযুক্ত ব্লগের মাধ্যমে কনটেন্ট ব্যবহারকারী শিক্ষকরা তাদের মতামত প্রদান করতে পারবেন। শিক্ষক ব্যাতীত যেকেউ শিক্ষক বাতায়নে প্রবেশ করতে পারবেন। তবে মতামত প্রদান, কন্টেন্ট আপলোড, ডাউনলোড বা রেটিং এর জন্য বাতায়নের সদস্য হতে হবে।

আরো দেখুন