Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ জানুয়ারি, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ

প্রয়োজনীয় হ্যান্ড টুলস এর নাম

১। ইলেকট্রিশিয়ান চাকু (Electrician knife):- এ চাকুর দুটি ব্লেড থাকে। ব্লেডগুলাের একটি ধারাল ও অপরটি ভাতা। ধারাল ব্লেড দিয়ে তারের ইনসুলেশন কাটা ও ভোতা ব্লেড দিয়ে তার পরিষ্কার করা হয়।

২। কম্বিনেশন প্লায়ার্স (Combination pliers) :- এটা বৈদ্যুতিক কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। এই প্লয়ার্সএর ।
সাহায্যে তার কাটা ও প্যাচানাে হয় এবং তার ও অল্প ডায়ামিটারে পাইপ (Pipe) ধরা হয়।
৩। ফ্ল্যাট নােজ প্লায়ার্স (Flat nose pliers) :- এই প্লায়ার্স এর সাহায্যে তারকে এবং ধাতুর সিটকে বিভিন্ন আকৃতি দেয়া হয়। অপ্রশস্ত জায়গায় কোনকিছু ধরতে বিশেষ উপযােগী।
৪। ডায়াগােনাল কাটিং প্লয়ার্স (Diagonal Cutting Pliers) :- এই প্লায়ার্স দ্বারা তার কাটা হয়। জয়েন্টের তার প্যাচানাের পর
প্রান্ত কাটা এবং যন্ত্রাংশের টার্মিনাল সােল্ডারিং শেষে বাড়তি প্রান্ত কাটার জন্য ব্যবহার করা হয়।
৫। রাউন্ড নােজ প্লয়ার্স (Round nose pliers):- এই প্লায়ারএর সাহায্যে তারের রিং করা হয় এবং ইলেকট্রিক্যাল ছােটখাট।
কাজে এটা ব্যবহার করা হয়।
৬। অ্যাডজাস্টেবল রেঞ্চ (Adjustable Wrench) :- এই রেঞ্চ বিভিন্ন সাইজের নাটপাইপবােল্ট ইত্যাদি খােলা ও।
আটকানাের কাজে ব্যবহার করা হয়।
৭। পাইপ রেঞ্চ (Pipe Wrench) :- এই রেঞ্চ কভুইট আটকানােজিআইপাইপ ধরা ও আটকানাে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
৮। মাঙ্কি রেঞ্চ (Monkey Wrench):- এই রেঞ্চ স্কয়াররাউন্ড ও রেকট্যাংগুলার আকৃতির নাট– বোল্ট ধরাখোলা ও লাগানাের জন্য ব্যবহার করা হয়।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি