Loading..

উদ্ভাবনের গল্প

১৬ জানুয়ারি, ২০২২ ০৬:০৬ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষায় খেলার মাধ‍্যমে শিখন

আসসালামুআলাইকুম আমি ফারহানা পারভীন সহকারী শিক্ষক চর ভেদুরিয়া ১সপ্রাবি ভোলা সদর।শিক্ষার্থীদের আনন্দে পাঠদানে খেলা অভিনয় গান বিভিন্ন মাধ‍্যম ব‍্যবহার করেছি। a2iকতৃক একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করার মাধ‍্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়েছি।প্রশিক্ষণটি ছিল প্রাথমিক শিক্ষায় খেলার মাধ‍্যমে শিখন।খেলা হলো শিশুর বিভিন্ন কর্মকাণ্ডের সমষ্টি যেখানে শিশুরা সেচ্ছায় আনন্দ ও আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে। খেলা বিভিন্ন ধরনের। পাঠে খেলার মাধ‍্যমে শিক্ষার্থীদের পড়ালে শিখন স্থায়ী হয়।আমি বিদ‍্যালয়ে যে পাঠে যে খেলা প্রযোজ‍্য সেটি ব‍্যবহার করেছি।যেমন:যুক্তবর্ণেরখেলা,মাই ফ‍্যমিলি,জ‍্যমিতিক আকৃতি,ফলের নাম,পাখি উড়ে,বরফপানি ইত‍্যাদি।

এভাবে আনন্দে পাঠদানে শিক্ষার্থীরা মনযোগী হয়।শিখনফল স্থায়ী করনে খেলার মাধ‍্যমে শিখন অনেক উপযোগী