Loading..

খবর-দার

১৮ জানুয়ারি, ২০২২ ০২:৪০ অপরাহ্ণ

দৃষ্টি ফিরে পেল জন্মান্ধ জোনাকি

দৃষ্টি ফিরে পেল জন্মান্ধ জোনাকি

অস্ত্রোপচারের পর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে জন্মান্ধ শিশু জোনাকি। এখন সে দুই চোখ মেলে দেখছে পৃথিবীর আলো। জন্মের পর থেকে আলোহীন থাকা জোনাকির চোখের জ্যোতি ফেরায় খুশি হয়েছে তার পরিবার।সোমবার ঢাকা কাকরাইল ইসলামী হাসপাতালের জোনাকির চোখের অপারেশন সম্পন্ন হয়।

জোনাকি গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাবর গ্রামের জাকির হোসেনের মেয়ে।

জানা যায়, গাজীপুরের শ্রীপুরের আলোহীন জোনাকি চিকিৎসার বিনিময়ে এবার পৃথিবীর আলো দেখল। আজ তার বাস্তব প্রতিফলন ঘটল তরুণ ব্যবসায়ী সাদ্দাম হোসাইনের প্রচেষ্টায়।

জোনাকির বাবা জাকির হোসেন যুগান্তরকে বলেন, অসহায় পরিবারের পাশে দাঁড়িছেন সাদ্দাম হাসেন অনন্ত। দীর্ঘদিন ধরে আমার পরিবারকে সহায়তা করছেন তিনি। এখন জোনাকীর চোখের চিকিৎসার ব্যবস্থা করে আলো ফিরিয়ে দিতে সহায়তা করছেন।

আমি চোখে দেখতে পাই না কষ্ট নেই, তবে আমার মেয়ে চোখে পৃথিবীর আলো দেখতে পারছে। এটা আমার বড় প্রাপ্তি।

আমি আমার মেয়ের চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখতে পারবো। আমি মন থেকে দোয়া করি সাদ্দাম যেন সারাজীবন মানুষের সেবা করতে পারে।

শিশু জোনাকি বলে, আমি অন্ধ হওয়ার কারণে মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার অনেক ইচ্ছে ছিল এই পৃথিবীর আলো দেখব। আজ আমি সাদ্দাম হোসাইন ভাইয়ের কারণে পৃথিবীর আলো দেখছি। আমার জন্মদাতা বাবার মুখটি দেখে আমি অনেক অনেক খুশি। আমার আশা পূরণ হয়েছে।

সাদ্দাম ভাইয়ের মতো আমিও বড় হয়ে মানুষের সেবা করতে চাই।