Loading..

উদ্ভাবনের গল্প

২০ জানুয়ারি, ২০২২ ০২:১২ পূর্বাহ্ণ

একটি ভালবাসা হাজার হাজার শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সাহায্য করল

একটু একটু করে গড়ে তোলা আমার একটা ভালবাসা

'#Learn_Biology ''।

২০১৭ সালের মে মাসে এই যাত্রা শুরু। সময় পেলেই কিছু লিখতাম বা ভিডিও আপলোড করতাম। 

করোনা কালে অনেক অনলাইন প্লাটফর্মে কাজের পাশাপাশি এই পেইজে সবচেয়ে বেশি কাজ করেছি।আছে দেড় শতাধিক বিজ্ঞানের ক্লাস।

এই সকল ক্লাসের ভিডিও রেকর্ডিং করা থেকে শুরু করে এডিটিং ও অন্যান্য সকল কাজ আমি একাই করেছি।

সবচেয়ে ভালো লাগছিল যেদিন এটা সিলেট বিভাগের একটা অনলাইন স্কুল হিসেবে 

#দেশের_সর্ববৃহৎ_অনলাইন_পোর্টাল


 '#শিক্ষক_বাতায়ন' এ যুক্ত করতে পেরেছি। 

একক প্রচেষ্টার আমার এই অনলাইন স্কুল, আমার একটা ভালবাসার নাম।

অনেক মানুষের উৎসাহ,অনুপ্রেরণা সাথে ছিল আমার। সবার প্রতি কৃতজ্ঞতা।

অনেক কাজ করার ইচ্ছা আছে।মহান রাব্বুল আলামিন কাজের শক্তি দিলে করে যাবো ইনশাআল্লাহ। 

দোয়া করবেন আমি যেন আমার এই অনলাইন স্কুলটি এগিয়ে নিয়ে যেতে পারি।