Loading..

নেতৃত্বের গল্প

০৭ ফেব্রুয়ারি , ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ণ

আমাদের স্কুল, আনন্দের এক রঙিন ফুল

আসসসালামুয়ালাইকুম ও আদাব । আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু ,প্রধান শিক্ষক , মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ । আজ আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও উন্নয়নের গল্প নিয়ে হাজির হয়েছি । প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়া সত্ত্বেও আমি প্রতিনিয়ত শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও উন্নয়নে কাজ করে যাচ্ছি । আমি ও আমার সহকর্মীরা মিলে আমার বিদ্যালয়ের শিশুদের সুকুমার বৃত্তিগুলোর পরিস্ফুটনের জন্য নিয়মিত সংগীত , নৃত্য , চিত্রাঙ্কন , অভিনয় ইত্যাদি বিষয়গুলোর অনুশীলন করানো হয় । তারা বিদ্যালয় ,উপজেলা , জেলা , বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে এবং  বিভিন্ন পুরুস্কার পায় ।  পুরুস্কার প্রাপ্তির পর তাদের চোখে মুখে যে আনন্দের দিপ্তিরাশি ফুটে ওঠে সেটিই আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে । তাদের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখি যেন তাদের সুপ্ত প্রতিভা গুলি জাগ্রত করে সৃজনশীলতার বিকাশ ও উন্নয়ন ঘটাতে পারি । আমি  এমনি করেই প্রাথমিক শিক্ষার একজন অতন্দ্র প্রহরি হয়ে আমার কোমলমতি , প্রানপ্রিয় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি । ধন্যবাদ ।