Loading..

নেতৃত্বের গল্প

১১ ফেব্রুয়ারি , ২০২২ ০৫:৫৬ অপরাহ্ণ

শুদ্ধস্বরে জাতীয় সংগীত অনুশীলন

আসসালামুয়ালাইকুম ও আদাব । আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু , প্রধান শিক্ষক , মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ ।আজ আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুদ্ধস্বরে জাতীয় সংগীত শেখানোর গল্প নিয়ে হাজির হয়েছি । বিদ্যালয়টিতে যোগদানের পর লক্ষ করলাম, বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুদ্ধস্বরে জাতীয় সংগীত গাইতে পারছেনা । আমি বিষয়টি নিয়ে আমার সহকর্মীদের সাথে আলোচনা করি এবং উত্তোরনের পথ খুঁজতে থাকি । এমতাবস্থায়  আমি শ্রেনিভিত্তিক শ্রেণি শিক্ষকদের আহবান করি তাদের জাতীয় সংগীতের ট্র্যাকের সাথে অনুশীলন করাতে । এতে তারা সঠিক সুর , তাল ,লয়ের সাথে পরিচিত হয়ে শুদ্ধ স্বরে জাতীয় সংগীত গাইতে পারবে । আমি এইভাবে শ্রেণি কক্ষে অনুশীলন করার পর প্রতিদিন দৈনিক সমাবেশে সাউন্ড সিস্টেমের সাহায্যে জাতীয় সংগীতের ট্র্যাক মিউজিকের সাথে আমরা সবাই শুদ্ধ স্বরে জাতীয় সংগীত গাইতে অভ্যস্ত হয়ে পড়ি এবং এতে করে বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থী শুদ্ধ স্বরে জাতীয় সংগীত গাইতে পারে যা দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং জাতীয়তা বোধে উজ্জীবিত করতে ভীষণ সহায়ক । আমি এমনি করে আমার  সহকর্মীদের সাথে নিয়ে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের  দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদবুদ্ধু করে সোনার দেশের সোনার সন্তান হিসেবে গড়ে উঠতে সাহায্য করে  যাচ্ছি।