Loading..

নেতৃত্বের গল্প

১৪ ফেব্রুয়ারি , ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ

বসন্ত বরণ উৎসবের গল্প

" ওরে গৃহবাসী,খোল দ্বার খোল, লাগলযে দোল ,স্থলে,জলে বনতলে লাগলযে দোল,দ্বার খোল দ্বার খোল ।" রবীন্দ্রনাথের গানের দুটি চরণ দিয়ে শুরু করছি আমার করোনাকালীন সীমিত পরিসরে বসন্ত বরণ উৎসব-২০২১ উৎযাপনের গল্প ।আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু ,প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয় মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ।

প্রত্যন্ত গ্রামে অবস্থিতও হওয়া সত্তেও প্রত্যেকটি দিবস আমরা খুব সুন্দর ভাবে উৎযাপন করি। পহেলা বৈশাখ ,বসন্ত বরন সহ অন্যান্য সকল জাতীয় দিবস আমরা সুন্দরভাবে পালন করি।এইবার মহামারীর কারনে সীমিত পরিসরে বসন্ত বরণ উৎসব মধ্য আলিনগর অনলাইন প্রাইমারী স্কুলের পেজে লাইভ প্রোগ্রাম করি। প্রথমে বিষয়টি নিয়ে সহকর্মীদের সাথে আলোচনা করি ।অতঃপর এক সপ্তাহ ধরে ১০ জন শিক্ষার্থী নিয়ে শুরু করি অনুশীলন ।আমরা সকল শিক্ষক মিলে ফুল তৈরি করি, বসন্তের রঙ্গিন পোশাক তৈরি করি, একটি ব্যানার তৈরি করি ।এরপরে পহেলা ফাল্গুনে এক মনোমুগ্ধকর প্রায় ৩০ মিনিটের একটি লাইভ প্রোগ্রাম করি ।এই মহামারীর সময়ে শিক্ষকদের মাঝে প্রাণ সঞ্চার করার জন্যই মূলত এই বসন্ত বরণ উৎসব টি পালন করি। আমার ১০ জন শিক্ষার্থীকে কাজে লাগিয়ে দেশব্যাপী অনেক শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে এই আনন্দ বার্তা  পৌঁছে দেয়াই আমার মুখ্য উদ্দেশ্য ছিল।সামান্য  আনন্দের ছোঁয়ায় যেন শিক্ষার্থীদের মাঝে মানসিক শান্তি বিরাজ করে এবং পাঠে মনোনিবেশ করতে পারে ।শিক্ষার্থীরা সেদিন নাচ , গান , আবৃত্তি ও খাওয়া দাওয়া সহ অনেক মজা করেছিল । আগামীতে আমরা যেন সকল শিক্ষার্থীর অংশগ্রহণে বিশাল আয়োজন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি । ধন্যবাদ সবাইকে ।