Loading..

উদ্ভাবনের গল্প

১৭ ফেব্রুয়ারি , ২০২২ ০৮:০১ পূর্বাহ্ণ

Complete Zoom Tutorial for teacher (with host & use breakout room, white board)

সম্মানীত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, আস্‌সালামু আলাইকুম। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। 

করোনাসহ যেকোন দূর্যোগ পরিস্থিতিতে ছাত্র/ছাত্রীদের পড়ানোর একমাত্র উপায় হচ্ছে অনলাইনে ক্লাস পরিচালনা, যা জুম সফটওয়্যারের মাধ্যমে সম্ভব। বিশ্বব্যাপী জুম একটি জনপ্রিয় সফটওয়্যার। তাই সকল স্তরের সম্মানীত শিক্ষকবৃন্দ আপনারা কীভাবে সারা জীবনের জন্য একটি স্থায়ী মিটিং আইডি ও পাসওয়ার্ডসহ জুম এর একটি স্থায়ী একাউন্ট তৈরি করে সিডিউল তৈরি করবেন, White board এর মাধ্যমে ছাত্র/ছাত্রীদের পড়াবেন, শিখাবেন, জুমের একটি আকর্ষণীয় সেবা Breakout room এর মাধ্যমে জয়েনকৃত ছাত্র/ছাত্রীদের বিভিন্ন দলে ভাগ করে দলীয় কাজ দিবেন এবং দলনেতার মাধ্যমে দলীয় কাজ আদায় করবেন ইত্যাদি সহ বিস্তারিত আমি আজকের টিউটোরিয়ালের মাধ্যমে দেখোনার চেষ্টা করেছি। এই ভিডিও টিউটোরিয়ালটি রপ্ত/আয়ত্ত্ব করে আপনারা অনলাইনে জুম সফটওয়্যারের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে ছাত্র/ছাত্রীদের সফলভাবে ক্লাস করানোর সকল দক্ষতা অর্জন করে স্মার্ট বা ডিজিটাল শিক্ষক হিসেবে পরিচিত হতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস করি। টিউটোরিয়ালটি কেমন হলো আপনাদেরকে তা রেটিংসহ মুল্যবান মতামত প্রদান করে জানানোর জন্য বিনীভাবে অনুরোধ করছি। 

সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। 


ধন্যবাদান্তে

মোহাম্মদ সাহাব উদ্দিন

সিনিয়র শিক্ষক (আইসিটি) ও মাস্টার ট্রেইনার (আইসিটি)