Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৮ ফেব্রুয়ারি , ২০২২ ০৪:৫৯ অপরাহ্ণ

সমযোজী বন্ধন

মযোজী বন্ধন (ইংরেজিCovalent bond) হল এমন এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে পরমাণুসমূহ তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের বা ভাগাভাগির মাধ্যমে আবদ্ধ থাকে। ইলেকট্রন শেয়ার করা পরমাণুদ্বয়ের মধ্যেকার আকর্ষণ ও বিকর্ষণের ফলে যে সুস্থিত ভারসাম্য বল তৈরি হয় তাই সমযোজী বন্ধনের সৃষ্টি করে।[১] সমযোজী বন্ধন এদের গঠনের ধরন অনুযায়ী পাই-বন্ধনসিগমা বন্ধনঅ্যাগস্টিক মিথস্ক্রিয়া এবং ত্রিকেন্দ্রীক দ্বিইলেক্ট্রন বন্ধন ইত্যাদি ধরনের হয়ে থাকে।[২][৩] সমযোজী বন্ধন শব্দটির প্রচলন ১৯৩৯ সাল থেকে।

আরো দেখুন