Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ ফেব্রুয়ারি , ২০২২ ০১:৪৫ পূর্বাহ্ণ

স্বাভাবিক মুনাফা

প্রশ্ন (ক): স্বাভাবিক মুনাফা কী?[জা.বি. ২০১৫,১৮]

প্রশ্ন (খ): পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারপ ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।?[জা.বি. ২০০৯,২০১০,১২,১৫,১৮]


উত্তর (ক): যে মুনাফা কোন ফার্মকে ব্যবসায়ে টিকে থাকতে অনুপ্রেরণা যোগায় অথবা ব্যবসা ছেড়ে চলে যেতে নিরুৎসাহিত করে, তাকে স্বাভাবিক মুনাফা বলে।


উত্তর (খ): স্বাভাবিক মুনাফা অর্জিত হয় গড় খরচ ও গড় আয় সমান হলে। স্বাভাবিক মুনাফাসহ ভারসাম্যের শর্ত হলঃ P=AR=MR=SMC=SAC

 নিম্নে OXও OY অক্ষে অথাক্রমে উৎপাদনের পরিমাণ এবং দাম/আয়/খরচ ধরা হয়েছে। AR=MR রেখা ফার্মের গড় ও প্রান্তিক আয় নির্দেশ করে। SAC এবং SMC রেখা যথাক্রমে ফার্মের স্বল্পকালীন গড় ও প্রান্তিক খরচ রেখা নির্দেশ করে।

চিত্রানুসারে A বিন্দুতে SMC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে। কাজেই A হল ভারসাম্য বিন্দু। ভারসাম্য উৎপাদনের পরিমাণ ও দাম যথাক্রমে OM এবং OP ।

       এক্ষেত্রে, মোট আয় = OP AM

                     মোট ব্যয় = OP AM

                     মুনাফা = মোট আয় - মোট ব্যয় 

                                = শূন্য বা স্বাভাবিক মুনাফা

সুতরাং এক্ষেত্রে স্বাভাবিক বা শূন্য অর্থনৈতিক মুনাফা অর্জন করে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি